বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ইতিহাসের অপব্যাখ্যায় বিভেদ নয়, অযথা বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান রাজ ঠাকরের

SG | ৩১ মার্চ ২০২৫ ০৯ : ০০Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর প্রধান রাজ ঠাকরে রবিবার ঔরঙ্গজেবের সমাধি নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টার নিন্দা জানিয়ে জনগণকে ইতিহাসকে জাতি ও ধর্মের দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানান। মুম্বাইয়ের শিবাজি পার্কে গুঢ়ি পাডওয়া সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভ্রান্তিকর ঐতিহাসিক বর্ণনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি ঔরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে ছত্রপতি সংভাজীনগর জেলায় উদ্ভূত বিতর্ক এবং নাগপুরে ছড়ানো উত্তেজনা প্রসঙ্গে বলেন, “আমরা জলাশয় ও গাছপালা নিয়ে চিন্তিত নই, কিন্তু ঔরঙ্গজেবের সমাধি নিয়ে উদ্বিগ্ন হচ্ছি?” তিনি জনগণকে বিভেদের রাজনীতির ফাঁদে না পড়ার পরামর্শ দেন এবং বলেন, “রাজনৈতিক নেতারা মানুষকে ইতিহাসের নামে লড়াইয়ে নামিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।”

ঠাকরে ঔরঙ্গজেবের ইতিহাস স্মরণ করিয়ে বলেন, তিনি ২৭ বছর মহারাষ্ট্রে থেকে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু শিবাজি মহারাজের আদর্শকে ধ্বংস করতে পারেননি। তিনি আরও জানান, শিবাজি মহারাজের পুত্র সংভাজী মহারাজ একসময় ঔরঙ্গজেবের পুত্রকেও আশ্রয় দিয়েছিলেন। ঔরঙ্গজেবের সমাধি ভাঙার দাবির প্রসঙ্গে ঠাকরে বলেন, সেখানে একটি ফলক বসানো উচিত যাতে লেখা থাকবে, “আমরাই এই সম্রাটকে হত্যা করেছি।”

তিনি আফজল খানের সমাধির প্রসঙ্গ টেনে বলেন, সেটিও শিবাজি মহারাজের অনুমতি ছাড়া তৈরি হতে পারত না। ইতিহাসকে সঠিকভাবে বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।

সমসাময়িক রাজনীতির সমালোচনা করে ঠাকরে বলেন, ধর্মনির্ভর রাজনীতি দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। তিনি তুরস্কের উদাহরণ টেনে বলেন, "ধর্মকে ঘরের চার দেয়ালের মধ্যেই রাখা উচিত। হিন্দুরা কেবল তখনই হিন্দু বলে পরিচিত হয় যখন মুসলিমরা রাস্তায় নামে বা দাঙ্গার সময়, নাহলে তারা নিজেরাই জাতিভেদে বিভক্ত থাকে।”

তিনি বিজেপি সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেন এবং 'মুখ্যমন্ত্রী মঝি লাড়কি বহিন' প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার বৃদ্ধি না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া, মহারাষ্ট্রে মারাঠি ভাষার বাধ্যতামূলক ব্যবহারের পক্ষে জোর দিয়ে তিনি বলেন, "যারা এখানে থাকবেন কিন্তু ভাষা শেখার চেষ্টা করবেন না, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।”


MaharshtraRaj ThackarayAurangzeb controversy

নানান খবর

নানান খবর

পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত নৌসেনা অফিসার, পাঁচ দিন আগেই হয়েছিল বিয়ে

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

সোশ্যাল মিডিয়া